রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি অনেক অনেক ভালবাসা ও শুভকামনা রইলো । জানি তোমরা দেশের এ সংকটময় মুহুর্তে ভীষণ চিন্তিত ও দিশেহারা হয়ে পড়েছো। অনেকে বাইরে বের হবার জন্য অস্থির হয়ে পড়েছ। বাবা -মার শাসনও আর ভালো লাগছেনা – তাইনা? হতাশ হবে না। অন্ধকারের পর আলো আসবেই ইনশাআল্লাহ। হাতে যখন সময় পেয়ে গেছ, দেখোই না একটু নিজেকে পরখ করে। মানুষের অসাধ্য কিছু আছে নাকি? এখন করোনা ভাইরাসের থাবায় পড়ে তোমার স্কুল -কলেজ , প্রাইভেট – কোচিং,স্যারদের বকবকানি কিচ্ছু নেই, এমনকি বন্ধু -বান্ধবদের হাঁক-ডাকও তেমন নেই। শুধুই হাতে আছে কিছু অমূল্য সময়। অতএব, সোজা হাতে বই উঠিয়ে নাও। আগ্রহভরে পড়তে থাকো। এই বইকেই তোমার সপ্নপূরণের সিড়ি বানিয়ে ফেলো। মনে রাখবে বই এমনই এক বন্ধু যে কখনও কাউকে প্রতারিত করে না। তোমাদের শিক্ষকরা সবসময় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন তোমাদের আদর্শ মানুষ হিসেবে গড়তে।দেশের এই ক্রান্তিলগ্নেও তাঁরা অলস হয়ে বসে নেই। তোমাদের পড়ালেখায় যেন বিঘ্ন সৃষ্টি না হয় তাই অনলাইনে নিয়মিত ক্লাসের ভিডিও আপ্লোড করছেন তাঁরা। উদাহরণ হিসেবে বলা যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর ওয়েবসাইটে (www.plscr.edu.bd) ঢুঁ মেরে সহজেই বিষয়ভিত্তিক ক্লাসে অংশ নিতে পারবে।হতে পারে এই ক্লাসগুলোর ওপর নির্ভর করে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।আর তাছাড়া পরবর্তী ক্লাসগুলোর জন্য বর্তমান ক্লাসের পাঠ্যসূচী নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার উপদেশ হলো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করবে এবং যেকোন সমস্যায় সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে।
দেখো করোনা ভাইরাসের এ সংকটমুহূর্তে যারা মানব কল্যাণে ঝাপিয়ে পড়েছে তারা প্রতেকেই নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত মানুষ। তারা পড়াশোনা শেষে অক্লান্ত পরিশ্রম করে নিজ নিজ অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। তুমি ভবিষ্যতে যদি এটুকুও হতে চাও তবুও তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। অতএব পড়াশোনার কোন বিকল্প নেই। আর টেলিভিশনের সামনে বারবার যাবে না। কারন, করোনা ভাইরাসের সংক্রমণে কি কি করা যাবে,আর কি কি করা যাবেনা -তা তোমরা ভালো করেই জানো। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি দৃষ্টি রাখবে। বাসায় বসে বেশি বেশি প্রার্থনা করবে যেন খুব দ্রুতই মহান রব্বুল আলামীন আমাদের এ অসহনীয় অবস্থা থেকে মুক্তি দান করেন।
Md. Monzurul Islam
Asst. Prof. and Vice Principal
Police Lines School and College, Rangpur